কুমারগ্রামের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন দিলীপ ঘোষ

বাবুল সরকার, কামাখ্যাগুড়ি, ৭ এপ্রিলঃ কুমারগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজকুমার ওরাওঁয়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুপুরে হেলিকপ্টারে চেপে কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি। কামাখ্যাগুড়িতে দুপুরের খাবার খেয়ে সড়ক পথে সোজা চলে যান চিকলিগুড়িতে।
চিকলিগুড়ি থেকে ভাটিবাড়ি পর্যন্ত রোড-শো করেন বিজেপি’র রাজ্য সভাপতি। ব্যান্ড পার্টি সহকারে আয়োজিত হয় ওই বর্ণাঢ্য রোড-শো।
দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু, দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, জেলা সহ-সভাপতি বিপ্লব সরকার, জেলা সম্পাদক বিনোদ মিঞ্জ, বিজেপি প্রার্থী মনোজকুমার ওরাওঁ সহ অন্য নেতৃত্বরা। রোড-শো শেষ করে কামাখ্যাগুড়ি হাই স্কুলের অস্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চেপে শীতলকুচির উদ্দ্যেশে রওনা হন বিজেপি’র রাজ্য সভাপতি।
বিজেপি’র আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি বিপ্লব সরকার বলেন, ‘রাজ্য সভাপতি কুমারগ্রাম বিধানসভা এলাকায় প্রচারে আসায় আমরা খুবই উজ্জীবিত। দলীয় প্রার্থী মানুষের আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে জয়ী হবেন।’