ভোটের আগে অসম-বাংলা সীমানায় বাজেয়াপ্ত ২৯ লক্ষাধিক টাকা

বাবুল সরকার, বারবিশা, ৬ এপ্রিলঃ ভোটের আগে অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা চেকিংয়ে ২৯ লক্ষ ৯৯ হাজার ৭০০ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, বিধানসভা ভোট উপলক্ষ্যে অসম-বাংলা সীমানায় কড়া নজরদারি জারি রেখেছে নির্বাচন কমিশন। পাকরিগুড়ি নাকা চেকিং পয়েন্টে দিবারাত্র ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম ও পুলিশ।
সোমবারের নজরদারিতে ২৯ লক্ষ ৯৯ হাজার ৭০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।
জানা গিয়েছে, এক ব্যক্তি অসম থেকে একটি গাড়িতে চেপে ওই পরিমাণ টাকা সহ এই রাজ্যে ঢুকছিলেন। সেই সময় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। এরপর খবর দেওয়া হয় আয়কর বিভাগের আধিকারিকদের। বিধানসভা ভোটের আগে বড় ধরনের সাফল্য পেল নির্বাচন কমিশন।
(ফাইল ছবি:- পাকরিগুড়ি নাকা চেকিং পয়েন্টে নির্বাচন কমিশনের নজরদারি।)