রথ যাত্রা ও ঈদ উপলক্ষে শান্তি বৈঠক প্রশাসনের

বিপ্লব চাকী,ইটাহার: পবিত্র ঈদ ও রথ যাত্রা উৎসব কে ঘিরে শান্তি বৈঠকের আয়োজন করা হয় ইটাহারে। মঙ্গলবার ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের তৎপরতায় ইটাহার ব্লক অফিস চত্বর এলাকায় সভা হলে।
এদিনের শান্তি বৈঠকের আয়োজনে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার ইমাম মোয়াজ্জেম সহ রথ যাত্রা উৎসব কমিটির সদস্য সহ সর্বদলীয় রাজনৈতিক দলের নেতৃত্ব দের উপস্থিতিতে পবিত্র ঈদের উৎসবের শান্তি বৈঠকে আলোচনা করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ ব্লক যুম্গ সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহেরুল ইসলাম সহ অন্যান্য আধিকারিক।
এদিনের শান্তি বৈঠকের আয়োজনে উৎসব কমিটির সদস্যদের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি সরকারি নিয়ম রৃতি বুঝিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।