অবৈধ্য ভাবে মাটি কাটার সময় ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের

বিপ্লব চাকী,৭ই এপ্রিল ইটাহার: অবৈধ্য ভাবে মাটি কাটার সময় ট্রাক্টর উল্টে মৃত্যু হলো এক ট্রাক্টর চালকের। এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন এক অঞ্চলের গোড়াহার গ্রামে।
এলাকার বাসিন্দা সুত্রে জানা গিয়েছে গোড়াহার গ্রামে মহানন্দা নদীর ধারে থাকা নদী বাঁধের নিচে এলাকার বাসিন্দা মজনু আলম ও নিয়াজ আলম উদ্যোগে জিসিপি দিয়ে মাটি কেটে ট্রাক্টর করে অন্যত নিয়ে যাওয়ার সময় ।
দুপুর নাগাদ একটি ট্রাক্টর বাঁধের ধারে উল্টে গেলে ট্রাক্টর চালক মুন্না আলম (২৭) গুরুত্বর যখম হলে স্হানীয় বাসিন্দারা উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় চালক মুন্না আলম এর, মুন্না আলম এর অকাল মৃত্যু হওয়ায় শোকের ছায়া সুরুন অঞ্জলে।